আজ বৃহস্পতিবার বিকেলে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের প্রধান সড়কে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়।
এ সময় তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়। ঘণ্টাখানেক সেখানে ভাঙচুরের পর তারা চলে যায়।
এরপর জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ফজলুর রহমান ফারুকের থানাপাড়ার বাড়ি এক্সক্যাডেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।