সরকারি দমন–পীড়নের প্রতিবাদে নেপালে ফের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার কারফিউ ভেঙে রাজধানী কাঠমান্ডুর সানেপা এলাকায় অবরোধ করে বিক্ষোভকারীরা। এসময় ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এর আগে সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ তরুণ নিহত হওয়ার পর দেশজুড়ে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তরুণদের দমনে বলপ্রয়োগে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সিনিয়র নাগরিকদের মধ্যেও ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। ফলে আজকের বিক্ষোভে বিভিন্ন বয়সের মানুষ অংশ নিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি ও প্রধান দলগুলোর কার্যালয়ে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ শুরু করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অশান্তি নিয়ন্ত্রণে কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুর জেলায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস জানিয়েছে, সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রিং রোডের বিভিন্ন এলাকায় কারফিউ বহাল থাকবে। এর মধ্যে কোটেশ্বর, সিনামঙ্গল, গৌশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চক, গঙ্গাবু, বালাজু, স্বয়ম্ভু, কলঙ্কি, বলখু ও বাগমতী সেতুসহ একাধিক এলাকা অন্তর্ভুক্ত।
এদিকে সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামগ্রিক পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।