দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে ফেব্রুয়ারি ও মার্চজুড়ে রাজপথ ছাত্র-জনতার দখলে থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে সাংবাদিক আহম্মদ ফয়েজের লেখা ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। তবে আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ নেই। দেশের ছাত্র-জনতা রাজপথে ছিল, আছে এবং থাকবে।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে। এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে দেশটির কাছে জবাবদিহি চাওয়া হবে।
ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে এর দায় ভারত সরকারকেই নিতে হবে। ভারত তাকে আশ্রয় দিয়েছে, এ নিয়ে তাদের বক্তব্য রয়েছে, যা আমরা জানতে চাই,”—বলেন নাহিদ ইসলাম।