জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে সাদরে সংবর্ধিত হলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ্ মির্জা ও বিশেষজ্ঞ ডা. ফাহাম আব্দুস সালাম।
আজ দুপুরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর জয়নাল আবেদীন হলরুমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সম্মানিত অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
এছাড়া, সংবর্ধনা প্রদান করেন ঠাকুরগাঁও প্রেস ক্লাব, স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি, স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাসহ সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ্ মির্জা’র ও জামাই ড. ফাহাম আব্দুস সালাম দেশের উন্নয়ন ও সেবায় তাদের কীর্তিমান অবদানের জন্য সম্মাননা লাভ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোতোষ কুমার দে, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
পেশায় চিকিৎসক ড. শামারুহ অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে গড়ে ওঠা ‘সিতারা’স স্টোরি’ নামে একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা তিনি।
অন্যদিকে ড. ফাহাম আব্দুস সালাম সময়ের তরুণ কণ্ঠস্বর অষ্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করে পোষ্ট ডক্টরাল ফেলোর সম্মাননা লাভ করেন। সাপ্তাহিক যায়যায়দিনে তার কলাম ‘প্রবাস পিঞ্জর’ ও ‘স্বদেশ বিহঙ্গ’ তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে।
জসীমউদ্দীন ইতি
০১৭৫১০৭৯৮২৩//০১৭৪৭০৩৭৯৯৮৫
ঠাকুরগাঁও ৬/০২/২৫