পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে রংপুরের পীরগাছায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপি নানা আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তারুণ্য উৎসব পালিত হয়েছে। দিনব্যাপি অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব, গৃহস্থালী কাজে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ, পরিস্কার পরিচ্ছন্নতা, জুলাই বিপ্লব-২০২৪ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ বিষয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.একরামুল হক মন্ডল,
জনস্বাস্থ্য কর্মকর্তা সানোয়ার মোর্শেদ,আইসিটি কর্মকর্তা আফসানা রহমান,পীরগাছা মহিলা কলেজের প্রভাষক হাসান আলী,পবিত্রঝাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা বেগম,প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী,থানার এস আই খাইরুল ইসলাম প্রমূখ। এসময় নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের স্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব, দৈনিক গৃহস্থালী কাজে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টন করে কর্মসম্পাদন, জুলাই বিপ্লবের গুরুত্ব এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব বিষয়ে মতামত তুলে ধরে হয়।