সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজ করতে নতুন বাইপাস সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ৬.২ কিলোমিটার দীর্ঘ এই সংযোগ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৫৫ কোটি টাকা। প্রধান উপদেষ্টার নির্দেশনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
শ্রীমঙ্গল শহরকে বলা হয় “চায়ের রাজধানী”। এটি মৌলভীবাজার জেলার প্রধান প্রবেশদ্বার, যেখানে বছরের প্রায় সব সময়ই দেশি-বিদেশি পর্যটকদের ভিড় থাকে। কিন্তু শহরের প্রধান সড়কগুলো সরু হওয়ায় যানবাহনের চাপ বাড়ছে, ফলে সৃষ্টি হচ্ছে নিয়মিত যানজট। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, হোটেল-রেস্টুরেন্ট, শিক্ষা-প্রতিষ্ঠান—সব মিলিয়ে সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে,যা পর্যটকদের জন্যও সমস্যা সৃষ্টি করছে।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বুধবার (৫ ফেব্রুয়ারী) জানিয়েছেন,’যানজট নিরসনে নতুন সংযোগ সড়ক (এন-২১৫) নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইপাস সড়কটি সকিনা সিএনজি পাম্পের উত্তর পাশ দিয়ে শুরু হয়ে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের কারিতাস কারিগরি কেন্দ্রের পাশে যুক্ত হবে।
প্রকল্পের মূল বৈশিষ্ট্য:
১) সড়কের দৈর্ঘ্য: ৬.২ কিলোমিটার।
২) প্রস্থ: ১০.৩ মিটার।
৩) সংযুক্ত অবকাঠামো: ১১টি কালভার্ট,৯টি ব্রিজ। ৪) ল্যাম্প পোস্ট ও রোড ডিভাইডার ।
প্রকল্পটি গত ২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার অনুমোদন পায়। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এটি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই বাইপাস সড়ক নির্মাণের ফলে শ্রীমঙ্গলের যানজট কমবে এবং পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন পর্যটন নগরীর সচেতন জনসাধারণ।