গায়িকা মোনালি ঠাকুর আবারও ব্যক্তিগত জীবনের খবর নিয়ে শিরোনামে উঠেছেন। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবর অনুযায়ী, সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিচটেরের সঙ্গে তাঁর দাম্পত্য ভাঙনের পথে রয়েছে।
মোনালি ও মাইক ২০১৭ সালে মুম্বাইয়ে গোপনে বিয়ে করেছিলেন। ২০২০ সালে করোনার সময় প্রথমবার প্রকাশ্যে এসেছে এই খবর। মোনালি তখন জানিয়েছিলেন, একটি ভ্রমণে মাইককে প্রথম দেখার পর প্রেমে পড়েছেন এবং পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সুখের এই পথ দীর্ঘস্থায়ী হয়নি।
সম্প্রতি গায়িকা মাইককে ইনস্টাগ্রামে আনফলো করেছেন এবং দুজনের একসঙ্গে থাকা ছবি সরিয়ে ফেলেছেন। মাইকও একইভাবে মোনালিকে আনফলো করে নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করেছেন। এই পদক্ষেপ তাদের সম্পর্কের ভাঙনের জল্পনা আরও জোরালো করেছে।
এক ঘনিষ্ঠ সূত্রের মতে, দীর্ঘ দূরত্বের কারণে তাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছে। গত কয়েক বছরে সম্পর্কের অনেক পরিবর্তন এসেছে, আর এখন দম্পতি হিসেবে তারা একে অপরের সঙ্গে কথাও বলছেন না। এই অবস্থায় আলাদা হওয়ার সম্ভাবনা প্রবল মনে করছেন বিশেষজ্ঞরা।

