মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার এক নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন। এর মাধ্যমে প্রতিরক্ষা দপ্তরকে বিকল্প নামে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ (সমর দপ্তর) হিসেবে পরিচিত করার অনুমোদন দেওয়া হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, এই আদেশ কার্যকর হলে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি চিঠিপত্র ও জনসম্মুখে দেওয়া বক্তব্যে ‘সেক্রেটারি অব ওয়ার’ বা ‘ডেপার্টমেন্ট অব ওয়ার’ পদবি ব্যবহার করতে পারবেন।
তবে পুরোপুরি নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্প প্রশাসন আশা করছে এ উদ্যোগ এগিয়ে যাবে।
১৯৪৯ সালের আগে প্রতিরক্ষা দপ্তরের নাম ছিল ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কংগ্রেস সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে একীভূত করে দপ্তরের নাম পাল্টে ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’ করে।
ডেমোক্র্যাট সিনেটর ট্যামি ডাকওর্থ এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, নাম পরিবর্তনে যে অর্থ ব্যয় হবে তা সেনা পরিবারের সহায়তায় বা কূটনৈতিক প্রচেষ্টায় ব্যবহার করা যেত। অন্যদিকে হেগসেথ দাবি করেছেন, নাম পরিবর্তন শুধু আনুষ্ঠানিক নয়, বরং সেনাদের মানসিকতা ও মূল্যবোধকে প্রতিফলিত করে।
প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বলেছেন, “ডিফেন্স নামটা খুবই প্রতিরক্ষামূলক শোনায়। আমরা প্রতিরক্ষামূলক থাকতে চাই, তবে প্রয়োজনে আক্রমণাত্মকও হতে চাই।”
