সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন নিয়ম ভঙ্গের কারণে ‘কেয়ার ডায়াগনস্টিক’ ও ‘হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টার’-কে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীমঙ্গল পৌর এলাকায় বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার জানান,‘কেয়ার ডায়াগনস্টিক’কে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারার অধীনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে,‘হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টার’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে দুই প্রতিষ্ঠানকে মিলিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।