নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের পুলিশের দুটি আলাদা আলাদা অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ১৬ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা করেছে থানা পুলিশ। গত বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দুই ইউনিয়নে গোপন সংবাদের নিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান পুলিশ।
আটকৃতরা হলেন— উপজেলার ধর্মগর ইউনিয়নের ভরনিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. কাজল (২৫),অপরজন হলেন বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে সুমন মিয়া (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ভরনিয়া গ্রামে অভিযান চালিয়ে কাজলের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে ভাংবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সুমনের কাছ থেকে ১৬ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক বলেন,
“আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।