শিরোনাম
চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য   » «    ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির করে কিশোর রিকশাচালক হোসাইন কে হত্যা গ্রেপ্তার -৩   » «    গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «   

চরভদ্রাসনে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে বিষধর সাপের কামড়ে শেখ লাবলু (৪০)  নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের হাজারবিঘা নমুর ছাম গ্রামে। সে ওই গ্রামের শেখ মনিরুদ্দিন ওরফে ময়নালের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৮ জুন) বিকালে বাড়ির সামনে কোলের পানিতে নেমে ঘাটে নৌকা বাধঁতে গেলে তার পায়ে বিষধর সাপে কামড় দেয়। কামড়ের ঘটনাটিকে সে গুরুত্ব না দিয়ে সময় কালক্ষেপন করতে থাকে।
এক পর্যায় তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে যান। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কৃষকের মৃত্যু * চরভদ্রাসনে সাপের কামড়
সাম্প্রতিক সংবাদ