নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কর্ম ও চিন্তাধারাকে কেন্দ্র করে ছয় মাসব্যাপী পাঠচক্র আয়োজন করতে যাচ্ছে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন।
‘ব্যক্তির জীবন-কুশলতা ও সামাজিক কল্যাণ’ শিরোনামে এ পাঠচক্রের উদ্বোধন হবে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন অধ্যাপক অমর্ত্য সেন নিজে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিনা আলকায়রে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থ উপদেষ্টা এম সাইদুজ্জামান। এছাড়া পাঠচক্রের আহ্বায়ক এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের অধ্যাপক ড. প্রশান্ত পট্টনায়কও অনুষ্ঠানে যুক্ত হবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাঙলার পাঠশালার প্রতিষ্ঠাতা ও সিটি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ জাভেদ চৌধুরী।
আয়োজকরা জানিয়েছেন, মূল পাঠচক্র শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। নিবন্ধনের জন্য বাঙলার পাঠশালার ওয়েবসাইটে লিংক খোলা রয়েছে। বাংলাদেশ থেকে অংশ নিতে ফি রাখা হয়েছে ৫০০ টাকা এবং বিদেশ থেকে ১০ ডলার। নিবন্ধনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর।
মোট ১১টি অধিবেশনে সাজানো এ পাঠচক্রের প্রতিটি সেশন চলবে দুই ঘণ্টা। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও প্রতিটি অধিবেশনে অমর্ত্য সেনের কর্ম ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

