মদন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়
নুরুল হক রুনু, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন প্রেসক্লাবে সাংবাদিকদেও সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউএনও শাহ আলম মিয়া। অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, প্রেসক্লাব সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোতাহার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক পরিতোষ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাক নূরুল হক রুনু, অর্থ সম্পাদক সামছুল আলম ভূঁইয়া, সম্মানিত সদস্য মোঃ ইউসুফ আলী তালুকদার, প্রাক্তন প্রেসক্লাব সভাপতি মোঃ আল আমিন তালুকদার,জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, সাংবাদিক আব্দুল আওয়াল পলাশ, ফয়েজ আহমেদ হৃদয় প্রমূখ।