বিনোদন ডেস্ক:
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অনেকদিন ধরেই সিনেমার আলোচনার বাইরে। কাজের ফাঁক পেলেই তিনি ছুটে যান দেশের বাইরে ঘুরতে। কখনো কাজের সূত্রে, আবার কখনো অবকাশযাপনে—শ্রীলংকা, মালদ্বীপ কিংবা সিঙ্গাপুর—একেক সময়ে একেক দেশে ভ্রমণ করেছেন তিনি। আর প্রতিবারের মতো এবারও সফরসঙ্গী হয়েছেন তার স্বামী সনি পোদ্দার।
সম্প্রতি ছুটি কাটাতে স্বামীকে নিয়ে উড়াল দিয়েছেন থাইল্যান্ডে। সেখান থেকে একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।
গত মঙ্গলবার ব্যাংককের একটি কফিশপ থেকে পোস্ট করা ছবিতে মিমকে দেখা যায় হালকা বেগুনি পোশাকে, হাতে ড্রিংকস বা জানালার পাশে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
পরদিন বুধবার (২৭ আগস্ট) কো চ্যাং দ্বীপ থেকে শেয়ার করেন সমুদ্রপাড়ের ছবি। সেখানে স্বামী সনির সঙ্গে পাশাপাশি বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে মিমকে। বৃহস্পতিবার একই দ্বীপ থেকে আরও কিছু ছবি পোস্ট করেন তিনি।
নতুন ছবিতে দেখা যায়, সাদা পোশাকে ক্যাফের সামনে হাসিমুখে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে আছেন মিম। অন্য এক ফ্রেমে পাহাড় ও সমুদ্রের সৌন্দর্যে ডুবে আছেন এই দম্পতি।
বিদ্যা সিনহা মিমের এ রোমান্টিক মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। তার লুক, স্টাইল ও রঙিন সাজে মুগ্ধ ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্য বিভাগ।







