ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন জানিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে একটি পোস্ট দেয়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন নেটিজেনরা। তারই প্রেক্ষিতে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ঘোষণা দেওয়া হয়।
সেখানে বলা হয়, ‘খুনি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট হাসিনার কোনো বক্তব্য যদি মিডিয়াতে প্রচার করা হয়, সেটার পরিণতি সেই মিডিয়াকেই নিতে হবে।’
এরপর আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’