জয়পুরহাট জেলা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসুচী পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী হাট-বাজার ঘুরে ঘুরে জনসাধারণের কাছে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন তিনি।
লিফলেট বিতরণ কর্মসুচেিত উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, কালাই উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির,জিন্দারপুর ইউনিয়ন বিএনপির সদস্য মজিদুল ইসলাম, শহিদুল ইসলাম,জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল ইসলাম এবং ওয়ার্ড বিএনপি নেতা সাইদুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমূখ।
স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামের লক্ষে ৩১ দফা দাবী ঘোষণা করেছিলেন। এই নির্দেশনা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য কালাই উপজেলায় দাবী সম্মলীত লিফলেট বিতরণ কর্মসুচী বাস্তবায়ন করা হচ্ছে।