শাওন বেপারী,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতি বার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দির জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (২৬ আগস্ট) রাতে উমর উদ্দিন মাদবর কান্দি জামে মসজিদের সামনে বিএনপি নেতা খবির সরদারকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়। নিহত খবির সরদার ছিলেন জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কৃষক দলের সাবেক সভাপতি। এ ঘটনায় নিহতের পরিবার আলমাছ সরদারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় আলমাছ সরদারের লাশ উদ্ধার করে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন,
”খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “খবির সরদার হত্যাকাণ্ড এবং আলমাছ সরদারের মৃত্যু — দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”