তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ উল্লেখ করে সংবাদ সম্মেলন করেন , তাহিরপুর উপজেলার সদরের চেয়ারম্যান জুনাব আলীর ছোট ভাই আলী আহমদ ও অপর ব্যবসায়ী মিলন মিয়া। মামলা দায়েরকৃত ব্যক্তির তানিম আহমদ লিংকন সে উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের মৃত হারিছ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সদরে আলী আহমদ ব্যক্তিগত অফিস কক্ষে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন।
উক্ত সংবাদ সম্মেলনে আলী আহমদ উল্লেখ করেন, গত দুদিন পূর্বে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিংকন ও লক্ষ¥ীপুর গ্রামের হাফিজ উদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে গত (২৭আগস্ট) পূর্ব শত্রুতা জের ও রাজনৈতিক বিরোধে আমি আলী আহমদ ও মিলন মিয়াকে জড়িয়ে তাহিরপুর থানায় একটি মিথ্যা মামলা দয়ের করে। আমরা তাদের দ্বন্দ্বের দার প্রান্তেও ছিলাম না। একটি মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে তাহাও আমরা জানি না। লোক মুখে শুনতে পেরেছি। এটি সম্পুর্ন্ন মিথ্যা ও বিত্তিহীন একটি মামলা। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই এ বিষয়ে সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় আনা হউক এবং এই মিথ্যা মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দেয়া হউক।
‘আলি আহমদ আরো বলেন, তানিম আহমদ লিংকন সে চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে তাহিরপুর উপজেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।’ একজন মাদক ব্যকসায়ী আমাদের বিরেুদ্ধে মিথ্যা মামলা করে আমাদেরকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করার চেষ্ঠা করে যাচ্ছে। আমরা এই মাদক ব্যবসায়ীর দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দীর্ঘদিন ধরে আমাদের সম্মানহানীর চেষ্টা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তানিম আহমদ লিংকন মূলত সে নিজেই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত রয়েছে। সে একজন নিয়মিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী যা এলাকার সর্বস্থরের মানুষ অবগত আছেন। আমরা জোর দিয়ে বলতে চাই, এ ধরনের অভিযোগ ও সংবাদ প্রকাশ সম্পূর্ন্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র সমাজ সেবামূলক কার্যক্রম ও ব্যবসায়িক সুনাম বিনষ্ট করাই তার মূল উদ্যেশ্য ছিলো।