ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে সম্প্রতি বেশ কিছু নতুন পদ সংযোজন করা হয়েছে।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লালমনিরহাট জেলা থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পরিচিত মুখ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর সৈকত রায়হান শাওন, কোষাধ্যক্ষ পদে মোঃ সোহেল রানা, প্রচার সম্পাদক পদে মোঃ আল মুঈদ হাসনাত হীরা ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ আনিছুর রহমান আনিছ।
সংগঠনের সভাপতি মোঃ জিয়াদ হোসেন এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকবাল খান দুর্জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি সংযোজনের মাধ্যমে সংগঠনের সামগ্রিক কার্যক্রম আরও সুসংহত ও সক্রিয় হবে বলে আশা করা করেন। উল্লেখ্য ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ ঢাকায় অবস্থানরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিভিন্ন ভাবে কাজ করে আসছে।