মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী আসমা আক্তারকে আর্থিক সহায়তা প্রদান করেছে নলছিটি উপজেলা প্রশাসন।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বার্হী কর্মকর্তার কার্যালয় কক্ষে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য আসমাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান তুলে দেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নলছিটির সহকারী কমিশনার (ভুমি) নূসরাত জাহান, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক মিলন কান্তি দাস। শিক্ষার্থী আসমা সকলের কাছে দোয়া প্রার্থনা করে এবং অনুদান প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সে ডাক্তার হয়ে অসহায় মানুষের পাশে থাকার কথা জানায়।