মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম সুবিদপুর গ্রামে বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারকে উপজেলা প্রশাসনের সহযোগিতা প্রদান।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ঢেউটিন ও কম্বল তুলে দেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সকাল ৬টার দিকে ওই গ্রামের আইয়ুব আলী হাওলাদারের বসতঘর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ কমপক্ষে ১৫ (পনের) লক্ষ টাকার ক্ষতি হয়েছে পরিবারটির।
বর্তমানে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।