শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির তিন শ’ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার উপজেলার দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয় সংলগ্ন তিতাস নদীর ঘাটে রুই, কাতল, মৃগেল, কালি বাউশ জাতীয় ২ শ’ ৬০ কেজি এবং ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর কাচারি পুকুরে ৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় দাউদকান্দি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসা. সাবিনা ইয়াছমিন চৌধুরী, হোমনা উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌমিতা সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, সাংবাদিক মো. কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।