ভারত বসে হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারত সরকারকে তার জবাব দিতে হবে এমন মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
সম্প্রতি এক গণমাধ্যমের সামনে দেশ সংক্রান্ত বিভিন্ন আলোচনা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানে তিনি আন্দোলনের কথা উল্লেখ করেন।
এছাড়া তিনি বলেন, যেকোনো সময়ের জন্য আসলে আমরা প্রস্তুত। বিভিন্ন রকমের ভয় এবং ফাটল আতঙ্ক আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমি বলতে চাই এই ধরনের আতংক ছড়িয়ে দিয়ে আমাদের পিছু হটাতে পারবে না।
শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকারকে আমরা এর আগেও বলেছি শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে এর ব্যাখ্যা তাদের আছে। কূটনৈতিক ও আইনি জায়গা থেকে আমরা শেখ হাসিনাকে ফেরত চাচ্ছি এবং চাইবো।