বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর নির্মম নির্যাতনের ফলে আগামীকাল রাত ৯টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘জুলাই গণহত্যা’ সম্পর্কিত ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লীতে বসে যখন ভাষণ দেবেন, তখনই রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ‘জুলাই গণহত্যা’ স্মরণে এই প্রদর্শনী আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি বাজার, হাট ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে গণহত্যার ভিডিও প্রচারের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, আগামীকাল রাত ৯টায় বাংলাদেশের সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে বিশেষ বুলেটিন প্রচারের আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। তারা আশা প্রকাশ করেছে, দেশের গণমাধ্যমগুলো এই ঐতিহাসিক আন্দোলনের পাশে থাকবে এবং সত্য প্রকাশে সক্রিয় ভূমিকা রাখবে।