শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার রাজগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক রাজমিস্ত্রির সহকারীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় একদল যুবক। রোববার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্বর্ণঘোষ চায়ের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আসাদ (২১) পেশায় রাজমিস্ত্রির হেলপার। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সদর হাসপাতালের ৩য় তলায় ১২ নম্বর সিটে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর মা রুনা বেগমের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়,রবিবার রাতে বেতন নেওয়ার জন্য রাসেলের কাছে যাওয়ার পথে আসাদকে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক অতর্কিতে হামলা চালায়।
নয়ন আকন (১৯) তার হাতে থাকা চায়নিজ কুড়াল দিয়ে আসাদের মাথায় কোপ মারতে গেলে, বাম হাতে প্রতিহত করতে গিয়ে তার হাতের কনুই থেকে প্রায় ৭/৮ ইঞ্চি মাংস কেটে যায়।
রুমেল খান (১৯) ধারালো ছেন দা দিয়ে কোপ মারলে তা আসাদের পিঠে লাগে এবং গুরুতর রক্তাক্ত জখম হয়।
সাহিন সরদার (১৮) চায়না চাকু দিয়ে বুক লক্ষ্য করে আঘাত করলে তা বগলের নিচে ঢুকে যায়।
রাতুল সরদার (১৯) কাঠের রুয়া দিয়ে মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। অজ্ঞাত আরও ১০-১২ জন লাঠি, রড ও কাঠের রুয়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যাওয়ার সময় আসাদকে হুমকি দেয়-আজকে তোকে শেষ করতে পারলাম না, সুযোগ পেলে মেরে লাশ গুম করব।
ভুক্তভোগীর সহকর্মী ও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন যে ঘটনাটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
রুনা বেগম জানান, আমার ছেলে এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। আসামিরা প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে শরীয়তপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।