রিপন মারমা কাপ্তাই :
রাঙ্গামাটি কাপ্তাইয়ে একটানা তিনদিন পানি ছাড়ার পর অবশেষে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দ্বিতীয় দফায় ফের বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (২৩ আগস্ট)বিকেল ৫ টায় দিকে
কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ কপাটগুলো বন্ধ করে।
এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ অবস্থায় বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় দ্বিতীয় দফায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ৬ ইঞ্চি ফের খুলে দিয়ে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন,বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ১০৮ দশমিক ১৫ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।তিনি আরও বলেন,বর্তমানে বৃষ্টিপাত কমে আসায় হ্রদের পানির স্তর কমছে। তাই গেইট বন্ধ করা হয়েছে। তবে পানি বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী গেইট খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।