মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী পশ্চিমপাড়ায় সুমাইয়া আক্তার (৪০) নামের এক মাদ্রাসা শিক্ষিকার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ।
৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নিজ বাড়ির বাথরুমের সামনে থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া আক্তার ঠাকুরকান্দী পশ্চিমপাড়া জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছিলেন। তার স্বামী মোস্তাক আহমেদ ঘিওর থানাধীন বাইলজুরি বাজারে পোলট্রি ফিডের ব্যবসা করেন।
মোস্তাক আহমেদ জানান, রাতে দোকান থেকে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের বাথরুমের সামনে সুমাইয়া আক্তারকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত চলছে এ জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।