সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
এন্ট্রিপদ নবম গ্রেড ও চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বুধবার (২০ আগষ্ট) দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল আ’লা মো. মওদুদ। সঞ্চালনা করেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুহিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন,আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানজু মিয়া সরকার ও মামুন রসিদ,মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্নীল দাসসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন,১৯৭৩ সাল থেকে সরকারি মাধ্যমিক শিক্ষকেরা দশম গ্রেডে সীমাবদ্ধ রয়েছেন। অথচ সমপদ বা নিম্নপদে থাকা অন্যান্য পেশাজীবীরা ইতোমধ্যে নবম গ্রেডে উন্নীত হয়েছেন। একাডেমিক পদসোপান না থাকায় বহু শিক্ষক তিন দশকেরও বেশি সময় একই পদে চাকরি শেষে অবসরে গেছেন,বাকিরা হতাশার মধ্যে কর্মরত রয়েছেন।
তাঁরা বলেন,শিক্ষা খাতে বৈষম্য ও বঞ্চনার অবসান না ঘটলে জাতীয় উন্নয়ন ব্যাহত হবে। এজন্য মাধ্যমিক,প্রাথমিক ও উচ্চশিক্ষায় যুগোপযোগী সংস্কার ও গুণগত পরিবর্তনের লক্ষ্যে একটি শিক্ষা কমিশন গঠন জরুরি বলে তাঁরা দাবি জানান।

