মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
সেনাবাহিনী ও পুলিশের যৌথ পাহাড়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৭টি হাট-বাজারের ইজারা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়। এসময় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে কয়েক হাজার উৎসুক জনতার ভীর লক্ষ্য করা যায়।
জানা যায়, সরকারি নীতিমালা অনুসারে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় হাট-বাজারের ইজারার দরপত্র আহ্বান করা হয়। দরপত্র সংগ্রহের শেষ সময় ছিল ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে দরপত্রের বাক্স খোলা হয়। উপজেলার ৭টি হাট-বাজার গুলো হলো, ১নং বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী হাট-হাট-বাজার, হরিপাড়া হাট-বাজার, ২নং পালশা ইউনিয়নের ডুগডুগিহাট-বাজার, বলাহার হাট-বাজার, চৌধুরী গোপালপুর হাট-বাজার, ৩নং সিংড়া ইউনিয়নের চাঁদপাড়া হাট-বাজার ও রানীগঞ্জ হাট-বাজার।
হাটগুলোর মধ্যে রানীগঞ্জ হাট-বাজারের জন্য সর্বোচ্চ দরপত্র প্রদান করেছেন রানীগঞ্জ হাটের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান। যার সর্বোচ্চ দরপত্রের মূল্য ৭ কোটি ১১ লাখ টাকা। অপরদিকে অন্যতম আরেকটি বড় হাট ডুগডুগি হাট-বাজারের জন্য সর্বোচ্চ ১৮ লাখ ৯০ হাজার টাকা দরপত্র প্রদান করে ইজারা পেয়েছেন ডুগডুগি হাটের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলার কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, ঘোড়াঘাট-হাকিমপুর সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত)শহিদুল ইসলাম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহামদু, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পবিষদের সাবেক চেয়ারম্যান শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, দরপত্র দাতা, ব্যবসায়ী, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সকলের সামনে দরপত্র বাক্স খোলা হয়েছে। উপজেলার সাতটি হাট ও বাজারের ইজারা কার্যক্রম নীতিমালা অনুসরন করে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা হয়েছে।
ক্যাপশনঃ দরপত্র ঘোষণা করছেন ইউএনও রফিকুল ইসলাম।
মনোয়ার বাবু,
ঘোড়াঘাট, দিনাজপুর