রাজু রহমান ,যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শায় ভারতীয় ইছামতী নদীর পানির ঢলে বিস্তৃত এলাকা তলিয়ে গেছে। উপজেলার সিমান্তবর্তী এলাকার তিন শতাধিক ঘরবাড়ি, কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, কয়েক হাজার বিঘা ফসলী জমিসহ অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। কয়েকটি পরিবার পাকা সড়কের উপর তাবু টালিয়ে বসবাস করছে। পানি বৃদ্ধির আশংকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। গতকাল বিকালে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কায়বা ও গোগা ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ বন্যা কবলিত মানুষের খোজ খবর নেন।
ক্ষতিগ্রস্থ পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি বরিউল হোসেন, শার্শা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি ও আরংগজেব, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন ও জেলা ছাত্র দলের সদস্য ওহিদসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মী।