শ্রীবরদীতে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

ফেরদৌস আলী, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) সকালে খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এসময় উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খাদ্য গুদাম কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস খান, চালকল মালিক জহুরুল হক, স্থানীয় কৃষকবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ।
জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ১৬ শত ৩৩ মেট্রিক টন ধান ও চালকল মালিকদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে ৪ শত ৫৪ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। উদ্বোধনী দিনে কৃষক তোতা মিয়া ও শাহিনুর রহমানের কাছ থেকে ধান ও জিহাদ চালকল মালিক জহুরুল ইসলামের কাছ থেকে চাল নিয়ে উদ্বোধন করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উদ্বোধন * শ্রীবরদীতে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ
সর্বশেষ সংবাদ