রাজধানীতে জুলাই সনদের অধীনে নিরপেক্ষ নির্বাচন ও পিআর পদ্ধতি চালুর দাবিতে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে বিজয়নগর এলাকায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সমাবেশে বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কার আগামী নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে। তিনি অভিযোগ করেন, বিদেশি প্রভাবের মাধ্যমে সাজানো নির্বাচনের চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না।
সমাবেশে বক্তারা জানান, অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদের বিষয়ে মত দিয়েছে, তবে একটি দল এখনো শর্তহীনভাবে গ্রহণ করেনি। তারা পিআর পদ্ধতিতে ভোট আয়োজনের দাবি জানান এবং সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানান।
কর্মসূচি চলাকালে বিজয়নগর ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সমাবেশ শেষে মিছিল পল্টন হয়ে কাকরাইল পর্যন্ত যায়।