লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর):
রাজধানীর উত্তরা দিনাবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী ও শিক্ষকসহ সবাইকে স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করেছে সরিষাবাড়ী উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার পিংনা শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে পিংনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পিংনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, যুবনেতা নুরুল ইসলাম মন্ডল, রবিন তালুকদার, মকবুল হোসেন, মোহাম্মদ আলী, সাবেক ছাত্রদল সভাপতি ও যুবনেতা মজনু মিয়া, ইয়াসিন মিয়া, রাকিক হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পিংনা ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান।