বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটনায় তুহিন মিয়া (২৫) ও মো. জামাল শেখ (৩৮) নামে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে অভিরযান চালিয়ে ওই দুই চোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদেরকে কাছ থেকে স্কুলের চুরি যাওয়া লোহার বেঞ্চ, জানালার গ্রিল ও ফ্যানসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত ৩০ জুন চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে মামলার তুহিন মিয়া ও মো. জামাল শেখকে (৩৮) চোরাই মালামালসহ গ্রেপ্তার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বল্লভদী স্কুলে চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা চুরির বিষয়টি স্বীকার করেছেন। আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।