মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ার অদম্য মেধাবী শিক্ষার্থী মো. ইমন কাজীকে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার পোমকাড়া ছিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয় ও “আমরা এলাকাবাসী” সংগঠনের পক্ষ থেকে ওই বিদ্যালয় চত্বরে সংবর্ধনা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ও সংগঠনটির পক্ষ থেকে ইমন কাজী ও তাঁর পরিবারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় তাকে ক্রেস্ট ও মেডিকেলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে নগদ একলাখ দশ হাজার টাকা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতি করেন পোমকাড়া ছিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। সঞ্চালনা করেন আমরা এলাকাবাসী সংগঠনের পরিচালক মো. মেহেদী হাসানের। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সহকারী শিক্ষক মো. ওমর ফারুক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আমরা এলাকাবাসী প্ল্যাটফর্মের এডমিন. সোহেল রানা ভূঁইয়া। এসময় তিনি সবার উদ্দেশ্যে বলেন, সঠিক ইচ্ছাশক্তি যদি প্রখর হয় তাহলে কোন বাধাই বাধা নয় এর জলন্ত প্রমাণ ইমন কাজী। তিনি আরো বলেন, আমরা এলাকাবাসী শুরু থেকে ইমন কাজী ও তার পরিবারের পাশে ছিলো ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও তা অব্যহত থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন
সংগঠনের অন্যতম পরিচালক মো. নাসির উদ্দীন বিএসসি, শিক্ষক আব্দুল লতিফ (শিক্ষক), জাহাঙ্গীর আলম (শিক্ষক) ও শিমুল সরকার নোমান।
আরও বক্তব্য রাখেন মো. মহিবুর রহমান খোকন, নাসিম নিয়াজ (শিক্ষক)।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে মেধাবী শিক্ষার্থী ইমন কাজী বলেন, আমরা এলাকাবাসী প্ল্যাটফর্ম এর এডমিন মো. ইমন ইমরান সরকার ও প্রধান পৃষ্ঠপোষক ইন্জিনিয়ার শাকিরুল ইসলামের নেতৃত্বে আমরা সংগঠনটি অতীতে তাঁর পাশে ছিলো এখনো পাশে আছে। আমরা সংগঠনটির এই সংবর্ধনা ও অনুদান আজীবন মনে থাকবে এবং ভবিষ্যতে সে একজন মানবিক ডাক্তার হয়ে। দেশ ও এই জনপদের মানুষের সেবা করতে চায়।
ইমন কাজীর রত্নগর্ভা মা মাসুদা বেগম ছেলের এই অর্জন আমরা এলাকাবাসী ও তার শিক্ষা প্রতিষ্ঠান সব সময়ের সহায়তার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠান শেষে সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাজী নুরুল ইসলাম (খোকন) সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
ক্যাপশনঃ- মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ার অদম্য মেধাবী শিক্ষার্থী মো. ইমন কাজীকে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।