শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ইউপি পরিষদের ভবনে ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউনিয়ন পরিষদের ভবনে ফাঁসি দিয়ে  আত্মহত্যার করেছে এক যুবক।  উপজেলার ৩ নং তিলাই ইউনিয়ন পরিষদের ভবনে   এ ঘটনা ঘটে।(১৯ মে) শুক্রবার সকালে পুলিশ  লাশ উদ্ধার করে।
মূত ওই যুবক তিলাই ইউনিয়নের  ধামইরহাট  এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র আল আমিন (২৩)। পরিষদ  ভবন  সংলগ্ন  তার বাড়ি।
স্থানীয় এলাকাবাসী  সুত্রে জানা যায়, নিহত আল আমিন দির্ঘদিন থেকে মাদক আসক্ত। মানসিক রোগী ছিলো। গত রাত ২ টা পর্যন্ত  ইউনিয়ন পরিষদের নাইট  গার্ডের সাথে গল্প গুজব করেছে। কি কারণে  আত্মহত্যা করেছে এর কোনো   নির্দিষ্ট  কারন কেউ  বলতে পারেন  না।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সে গতকাল রাত্রে আমার কাছে এসে চিকিৎসার জন্য কিছু টাকা চাইছিল আমি পরের দিন সকালে এসে নিয়ে যেতে বলেছি। সকালে খবর পেলাম ইউনিয়ন পরিষদের দুই ভবনের  মাঝখানে  পাইপের সাথে ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে।
ভূরুঙ্গামারী  থানার  ওসি নজরুল  ইসলাম  বলেন লাশের  প্রাথমিক  সুরত হাল রিপোর্ট তৈরী করে। লাস ময়নাতদন্তের জন্যে  কুড়িগ্রাম মর্গে  প্রেরণ  করা হয়েছে। একটি  অপমৃত‍্যুর মামলা  দায়ের করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ইউপি পরিষদের ভবন * যুবকের আত্মহত্যা
সাম্প্রতিক সংবাদ