বেনাপোল প্রতিনিধি:
মৌলভী বাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার সময় সে পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্র্রেশনে আসে। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
আটককৃত আব্দুস সামাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪নং ওয়ার্ড এর মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় তার নামে মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২ তারিখ ১৫/০৮/২০২৪ বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ২৫ ডি তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড২। একই থানায় মামলা নং -২৭ তারিখ ৩০/০৮/২০২৪ ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-৩ ,মামলা নং ২৮ তারিখ ৩০/০৮/২৪ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৫০৬/১৪৪/৪২৭ পেনাল কোড ৪, এরপর মামলা নং ২৬ তারিখ ২৯/০৮/২০২৪ . ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-৫। মামলা নং ১৪ তারিখ ২৪/০৮/২০২৪ ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/ পেনাল কোড-৬. মামলা নং ০৯ তারিখ ২০/০৮/২০২৪ ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৭, মামলা নং০৮/০৮ তারিখ ১৩/০১/২০২০ ধারা ১৪০/৪৪৭/৪৪৮/৩২৪/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ । তার সবগুলো মামলা মৌলভী বাজার সদর থানার।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুস্নী জানান, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভী বাজার জেলা ডিআইও -১ এবং মৌলভীবাজার সদও থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যাক্তির নামে ৭ টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুজছে। সে বর্তমানে পলাতক রয়েছে।
বেনাপোল পোর্ট থানা (ওসি) মো: রাসেল মিয়া বলেন, ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।