মোঃ তোফায়েল আহমেদ ,রংপুর সদর উপজেলা প্রতিনিধি:
গাজীপুরের উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় রংপুর সদর উপজেলার সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে অংশ নেন।
শোকাবহ এই মুহূর্তে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম প্রামাণিক। তিনি বলেন, “এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। আল্লাহ যেন নিহতদের জান্নাত নসিব করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর চৌধুরী মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা শুধু তাদের জন্য নয়, আমাদের সবার জন্যই এক অপূরণীয় ক্ষতি। আমরা এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।” তিনি নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এই দোয়া মাহফিলে সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অত্যন্ত শোকাবহ পরিবেশে অংশগ্রহণ করেন। দেশের শিক্ষা অঙ্গনে নেমে আসা এই শোকের ছায়া সকলের হৃদয় ছুঁয়ে যায়।