নগরীতে মিস্টার কাট নামে ছেলেদের বিউটি পার্লার উদ্ধোধন 

কুমিল্লা ব্যুরো :
 নগরীর ঝাউতলায় জেন্স পার্লার  মিস্টার কাট উদ্ধোধন করা হয়। নগরীর ঝাউতলায় অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে ছেলেদের জন্য এ ছেলেদের  বিউটি পার্লার আনুষ্ঠানিক ভাবে বুধবার (১৭ মে)  রাত ১০ টায় যাত্রা শুরু করে।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত মানবিকতার  সাধারণ সম্পাদক,জাতীয় সমাজ কল্যাণ পরিষদ পরিচালনা বোর্ডের সদস্য  কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রক্তবন্ধু ডাক্তার তাহসিন বাহার সূচনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেকুর রহৃান পিয়াস,মিস্টার কাট এর সত্ত্বোধিকারী মো. মাসুদ ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহসিন বাহার সূচনা বলেন, নিজের ত্বকের প্রতি যত্ন নেয়া নারী পুরুষ সবার অধিকার আছে। নারীরা এক্ষেত্রে এগিয়ে আছে এটা ঠিক কিন্তু এখনকার ছেলেরাও তারা নিজেদের ত্বকের সৌন্দর্যের প্রতি কম যত্নশীল নয়। কুমিল্লা নগরীতে মিস্টার কাট ছেলেদের ত্বকের  জন্য একটি বড় ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নগরীতে মিস্টার কাট * নগরীতে মিস্টার কাট নামে ছেলেদের * বিউটি পার্লার উদ্ধোধন