মোঃ মামুন মোল্লা খুলনা :
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এর নিদর্শনায় এবং খুলনা বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমানের(পিএএ) পরিচালনায় ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন বন্ধে অভিযান ২০ শে জুলাই রবিবার সকাল ৯ টায় রুপসা কুদির বটতলায় শুরু হয় এবং দুপুর ২ টা থেকে বাগেরহাট খাজুরায় পরিচালিত হয়।এ সময় অভিযানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অফিসের উপপরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুল রহমান । খুলনা বিআরটিএ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম এর সমন্বয়ে গঠিত টিম খুলনা জেলায় অভিযান পরিচালনা করেন ।এ অভিযান বিআরটিএ, জেলা প্রশাসন ,পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে সারাদেশে দিন ও রাতে একযোগে পরিচালিত হয়েছে।২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক ট্রাক-কাভার্ড ভ্যান প্রভৃতি মোটরযান চলাচল বন্ধে সারা দেশের ন্যায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় খুলনায় দুইটি বাস ও বাগেরহাট হাইওয়েতে একটি বাস ডাম্পিং করা হয় এবং অন্যান্য বাস-ট্রাকে বিভিন্ন অপরাধে ৬ টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ ব্যাপারে খুলনা বিআরটিএ এর সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম জানান বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশে দুর্ঘটনার রোধে ইকোনমিক লাইভ উত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধে অভিযান আজ থেকে শুরু এবং সড়ক পরিবহন ও নিরাপত্তা বিধানে এ অভিযান অব্যাহত থাকবে।