নাজমুল হোসেন, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় বিএসএফ।
রবিবার (২০ জুলাই) দুপুরে জগদল ৩৭৫ নং পিলারের সীমান্ত এলাকায় পতাকা বৈঠকে এ তথ্য বিজিবিকে জানায় বিএসএফ।
ভারতের অভ্যন্তরে আটককৃতরা হলেন মোমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে শফিকুল (২৪), বাদামবাড়ী গ্রামের বোনাসের ছেলে রেহান (১৯), বারাসাত গ্রামের হামিদুলের ছেলে আলামিন (১৭) একই গ্রামের পিন্টুর ছেলে নাইম (১৭), সুতকিয়া পাড়া গ্রামের লোসিরের ছেলে রাসেল (২১) ও মুরমুলা গ্রামের দামিহ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২২)। সকলেই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
দুই দেশের পতাকা বৈঠক শেষে ৬ জন বাংলাদেশীকে আটকের বিষয় টি নিশ্চিত করেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মেদ। তিনি বলেন তারা ভারতে কয়েক বছর থেকে কাজ করছিলেন একটু সুতার কোম্পানিতে।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক জানান- বিজিবি ৬ বাংলাদেশী নাগরিককে আটকের পরে থানায় হস্তান্তর করেছে।এবং তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।