কাপাসিয়ায় (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে কাপাসিয়ায় নেশার টাকার জন্য বাবা মাকে মারধর অভিযোগে পরিবারের পিটুনিতে নুরুল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৮জুলাই) দুপুর আনুমানিক পৌনে একটার দিকে উপজেলার ছেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ছেলদিয়া গ্রামের -মোঃ শাহজাহানের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নুরুল আমিন দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে তাঁর পরিবারের সঙ্গে প্রায় পারিবারিক কলহ লেগেই থাকত। শুক্রবার সকালে নুরুল আমিনের সঙ্গে তাঁর ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল আমিন তাঁকে মারধর করেন। পরে তাঁর মা বাবা সহ পরিবারে লোকজন তাঁকে শাসন করতে গিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যান নুরুল আমিন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-বাবাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এদিকে মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস এম মাসুদ