মোঃ জাহিদুল ইসলাম ,( বাকেরগঞ্জ) বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭/৭/২০২৫ ইং বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সেইন্ট বাংলাদেশ ( শিশুদের জন্য কর্মসূচি) এর সহযোগিতায় গারুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, গারুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কাইউম খান, সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বাল্যবিবাহ একটা সমাজকে কিভাবে ধ্বংস করে দেয় সেই বিষয়ে সবার মাঝে সচেতনা বৃদ্ধিতে সবাই এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন ইউনিয়নের ১০ জন কিশোরীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।