শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক তারে শক খেয়ে আহত একটা চিল পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১০ টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন বাবু পাড়া মহল্লা থেকে পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার একদল স্বেচ্ছাসেবক এটি উদ্ধার করে।
এর আগে এলাকার মো. সায়ান পাখিটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে বাসায় নিয়ে যায়। পরে তিনি মো. মেরাজ রানাকে কে জানালে পরবর্তীতে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার শরণাপন্ন হয়। ০৩ ফেব্রুয়ারী রাত দশটায় পাখিটিকে উদ্ধার করে সুস্থ করার জন্য বন্যপ্রাণী উদ্ধার করে সাময়িক পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
পাখিটি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিন আক্তার, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোকারম হোসেন , যুব বিষয়ক সম্পাদক রেজা, সদস্য শহিদুল প্রমুখ।
পাখিটি সুস্থ হলে খুব শীঘ্রই প্রকৃতিতে মুক্ত করা হবে জানিয়েছেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন। (ছবি আছে)
শাহজাহান আলী মনন
সৈয়দপুর নীলফামারীর প্রতিনিধি