মোঃ ইকরাম হাসান :
সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে তিতুমীর কলেজের হল পাড়া থেকে একত্রিত হয়ে শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে টিবি গেট হয়ে কলেজের প্রধান ফটকে গিয়ে অবস্থান নেন।
ছাত্রআন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হওয়া স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকার’ মন্তব্যের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে – রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে – স্বৈরাচার স্বৈরাচার’, এবং ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?’ ইত্যাদি স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।
মিছিলটি বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করে ছাত্রদলের কয়েকজন কর্মী। সাথে সাথে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ায় তারা সরে যেতে বাধ্য হয়। এ সময় মিছিলে সংবাদ সংগ্রহ করতে আসা তিতুমীর কলেজের সাংবাদিক সমিতির এক সদস্যর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
মিছিল শেষে কলেজের মূল ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “গত বছরের এই দিনে শেখ হাসিনা আমাদের রাজাকার বলে অবমাননা করেছিলেন। সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে করেই আমাদের এই প্রতীকী মিছিল।”
তারা আরও বলেন, “হাসিনা সরকারের আমলে শিক্ষার্থীদের দমন করতে জামায়াত-শিবিরের ট্যাগ দেওয়া হতো। এখন আরেকটি রাজনৈতিক দল একই পদ্ধতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করতে চাচ্ছে। কিন্তু জনগণের শক্তিকে কখনোই দমন করা যায় না।”
এই সময় শিক্ষার্থীরা ছাত্রলীগ পন্থা অবলম্বন করে সাধারণ শিক্ষার্থীদের উপর আগ্রাসন চালানোর তীব্র প্রতিবাদ জানান।