হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি:
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের সঙ্গে রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ জুলাই) সন্ধ্যায় ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব (কালের কণ্ঠ), সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান (ভোরের দর্পণ), সহ-সভাপতি হারুন অর রশিদ (আমার দেশ), সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার (সংবাদ), যুগ্ম সম্পাদক একরামুল ইসলাম (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আবু রায়হান (সকাল বেলা), কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সুজন (এনটিভি অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব (তিস্তা সংবাদ), দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম মিলন (বাংলাদেশ বুলেটিন) ও মাসুদ রানা (দ্যা কান্ট্রি টুডে)।
সভায় ইউএনও শেখ মো. রাসেল পীরগাছার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
এ সময় সাংবাদিকরা প্রতিটি দপ্তর থেকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা কামনা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন ও সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ প্রমূখ।