আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতিতে তেহরানের আস্থা নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নতুন কোনো আগ্রাসনের সম্ভাবনা মাথায় রেখে আমরা একাধিক প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুত রেখেছি।”
সোমবার (১৪ জুলাই) তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোনালাপে এসব মন্তব্য করেন নাসিরজাদে।
তুরস্কের সঙ্গে আলোচনা: যুদ্ধবিরতিতে অবিশ্বাস
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলারের সঙ্গে আলাপের সময় ইরানি প্রতিমন্ত্রী বলেন,
“ইসলামি প্রজাতন্ত্র অঞ্চলজুড়ে যুদ্ধ বা অস্থিরতা চায় না। তবে কেউ যদি আগ্রাসনের পথ বেছে নেয়, ইরান কড়া ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন,
“আমরা যুদ্ধবিরতিতে আস্থা রাখতে পারি না। সম্ভাব্য আগ্রাসনের প্রতিটি রূপের জন্যই আমাদের প্রস্তুতি রয়েছে।”
জবাবে গুলার জানান,
“আমরা যুদ্ধবিরতিতে সন্তুষ্ট এবং বিশ্বাস করি, পারমাণবিক আলোচনা এমন একটি যৌক্তিক চুক্তির মাধ্যমে শেষ হওয়া উচিত, যা ইরান ও গোটা অঞ্চলের উপকারে আসবে।”
মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা, ‘ইরান বন্ধুপ্রতিম দেশ’
একইদিনে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালিদ নোরদিনের সঙ্গেও কথা বলেন নাসিরজাদে। তিনি মালয়েশিয়াকে ধন্যবাদ জানান ইরানের ওপর আরোপিত ‘অন্যায় যুদ্ধ’ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন,
“ইরান আমাদের জন্য একটি বন্ধুপ্রতিম ও বিশ্বাসযোগ্য দেশ। শুরু থেকেই আমরা ইসরায়েলকেই যুদ্ধের জন্য দায়ী করে নিন্দা জানিয়েছি।”
তিনি আরও বলেন,
“মধ্যপ্রাচ্যে ইসরায়েল তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না—এ বিষয়ে আমরা আশাবাদী। ইরান ইতোমধ্যেই প্রমাণ করেছে, ইসরায়েলের হুমকি কেবল কথার ফুলঝুরি।”
শত্রুর ‘ভুল পদক্ষেপে’ কড়া জবাবের হুঁশিয়ারি ইরানের চিফ অব স্টাফের
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি সোমবার (১৪ জুলাই) ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) অ্যারোস্পেস ফোর্সের সদর দপ্তর পরিদর্শনে গিয়ে বলেন,
“শত্রু যদি আবারও কোনো ভুল করে, তাহলে আমাদের সাহসী সেনারা এমন জবাব দেবে, যা তাদের অনুতপ্ত করবে।”
তিনি আরও বলেন,
“সশস্ত্র বাহিনী নিরবচ্ছিন্নভাবে অস্ত্র উৎপাদন ও প্রস্তুতির কাজে নিয়োজিত রয়েছে, যেন তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়।”