মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন জানিয়েছেন, অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত ইইউ। তবে তিনি এটাও জানিয়েছেন, আলোচনা ও সমঝোতার চেষ্টা এখনো চলছে এবং ১ আগস্ট পর্যন্ত তা অব্যাহত থাকবে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, উরসুলা স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরোপে অটল থাকে, তবে ইইউও পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না। তিনি বলেন, “আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, তবে ইউরোপের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত।”
এদিকে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, আগামী ১ আগস্ট থেকে ইইউ পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক কার্যকর হবে। বাণিজ্য ঘাটতি কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রধান বেয়ার্ন লাংগে ট্রাম্পের সিদ্ধান্তকে ‘মুখের ওপর চড়’ আখ্যা দিয়ে অবিলম্বে পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় এই নতুন চাপানউতোর কোন দিকে গড়াবে, তা এখন সময়ই বলে দেবে।