লালমোহাম্মদ কিবরিয়া : শেরপুরের নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে নকলা পৌরসভার দক্ষিণ (মাওড়া) মহল্লার আবুল কালামের বাড়ির সামনে ঢাকা শেরপুর আঞ্চলিক বাইপাস মহাসড়কে ওই ঘটনা ঘটে।
গণপিটুনিতে নিহত ও আহতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া ও গোমড়া গ্রামের নইম উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৪৫),
নুর মোহাম্মদের ছেলে আমির হোসেন (৩০), জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৫) ও শাহজাহানের ছেলে সাদ্দাম মিয়ার (৩০)। পুলিশ ও স্থানীয়বাসীন্দারা জানান, রাত সাড়ে ৯ টার দিকে একটি পিকআপ ভ্যানে করে ওই ৬ জন ঘটনাস্থলে নেমে ঘুরাঘুরি করছিল। এসময় গ্রামবাসিরা গরুচোর সন্দেহে তাদের গনধোলাই দেয়।
এতে গুরুতরভাবে আহত হয় সকলে ।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিনের মৃত্যু ঘটে আশংকাজনক অবস্থায় অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত দেড়টার দিকে মোসলেম উদ্দিনের মৃত্যু হয় ।
অবস্থা আশংকাজনক হওয়ায় সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য অন্যান্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোসলেম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলাসদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ।
লাল মোঃ শাহজাহান কিবরিয়া , শেরপুর
৪ ফেব্রুয়ারী ২০২৫ ইং।