জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টার সময় নওগাঁ সদর অডিটোরিয়াম হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ- এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক, সুজন-এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী দীলিপ কুমার সরকার।
সুজন-এর নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সুজনের ৪০টি সংস্কারের প্রস্তাবনার বিষয় গুলো উপস্থাপন করা হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। কারণ রাজনৈতিক সরকারের সময় সেগুলো সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম । মানুষের বাক স্বাধীনতা, নিরাপত্তা, কোনো সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখা, সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, প্রতিটি নাগরিক যেন মৌলিক অধিকার পায় তা নিশ্চিত করা, বিভাগগুলোকে প্রদেশ গঠন করে প্রাদেশিক সরকার গঠন, ফ্যাসিজম প্রতিষ্ঠা না করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন । এই সংলাপে নওগাঁয় রাজশাহী বিভাগের ৪টি জেলার প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নওগাঁ প্রতিনিধিঃ-
-হাবিবুর রহমান
প্রবণতা
- বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের অভিযোগ : শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে
- জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন ৫ আগস্ট
- বেনজীরের যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
- ‘কোনো অবস্থাতেই গডফাদারদের ছাড় দেওয়া হবে না’
- বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি : প্রেস উইং
- অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’, আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণার নির্দেশ কেন নয় : হাইকোর্ট